শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সালমান শাহ’র সেই চিরকুট যা এখনও ববিতার কাছে রয়েছে

সালমান শাহ’র সেই চিরকুট যা এখনও ববিতার কাছে রয়েছে

নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয় জয় করেছিলেন। লাখো ভক্তের কাছে তিনি ছিলেন স্বপ্নের নায়ক এবং তার অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকমনে বিশেষ স্থান করে নিয়েছে। তবে মাত্র ২৪ বছর বয়সে তার জীবনাবসান হয়, যা বাংলাদেশের সিনেমা জগতের জন্য বড় এক ক্ষতি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহ’র মৃত্যুর ২৮তম বার্ষিকী। কিন্তু তার জনপ্রিয়তা এখনও অটুট। ইন্টারনেট যুগে দর্শকদের মনে সালমান এখনও জীবন্ত এক স্বপ্নের নায়ক।

এদিন, সালমানের সহশিল্পী ববিতা স্মৃতিচারণ করতে গিয়ে জানান, সালমানের অভিনয় এবং ফ্যাশনের ভিন্নমাত্রা দর্শকদের মনে গভীর ছাপ রেখে গেছে। ববিতা বলেন, ‘সালমানের অভিনয়ের স্টাইল ছিল এমন যে, তার সংলাপ ও এক্সপ্রেশন দেখে মনে হতো, এটা অভিনয় নাকি বাস্তবতা। তিনি আমাকে প্রায়ই বলতেন, “আপনি আমার মা না হলেও আপনি আমার সুইট মা।”’

ববিতা আরও বলেন, ‘যখন প্রথম মোবাইল ফোন বাজারে এসেছিল, সেটা ছিল বেশ বড় আকারের। আমি তা ব্যবহার করতে পারতাম না। সালমান আমাকে একটি চিরকুটে লিখে মোবাইল ব্যবহার শেখায়। সেই চিরকুটটি এখনও আমার কাছে খুব যত্নে রাখা আছে। আমি সেই চিরকুটের মাধ্যমে সালমানকে এখনও খুঁজে পাই।’

উল্লেখ্য, ববিতার সঙ্গে সালমান শাহ ৪টি ছবিতে অভিনয় করেছিলেন: বাদল খন্দকারের ‘স্বপ্নের পৃথিবী’, দীলিপ সোমের ‘মহামিলন’, শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’ এবং জাকির হোসেন রাজুর ‘জীবন সংসার’। এসব ছবিতে ববিতা দুটি ছবিতে সালমানের মায়ের চরিত্রে এবং দুটি ছবিতে সালমানের ভাবির চরিত্রে অভিনয় করেছিলেন।


শেয়ার করুন

0 coment rios: